সৃষ্টিকর্তা মানুষ আর গাছপালাকে বেধেছেন অবিচ্ছেদ্য সুতায়। মানুষ ছাড়া উদ্ভিদ বেঁচে থাকলেও উদ্ভিদ ছাড়া মানুষের বেচে থাকা প্রায় অসম্ভব। মানুষ গাছপালা থেকে খাদ্য এবং প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে। গাছ থেকে খাদ্য সরাসরি পেলেও শক্তিকে পাই বিভিন্ন প্রক্রিয়ার পর। বিজ্ঞানীদের প্রচেষ্টায় তাই গাছ থেকে সরাসরি শক্তির উৎসের সন্ধানের। শক্তির এক অন্যতম রূপ বিদ্যুৎ। গাছ থেকে সরসরি বিদ্যুৎ পেলে তা হবে প্রায় বিনা খরচের মতই। আর এটা যে কোন আকাশ কুসুম কল্পনা নয় তারও প্রমান মেলে বিভিন্ন গাছের গঠন ও বৈশিষ্ট্য দেখলে।
তেমনি একটি গাছ, নাম তার লজ্জাবতী। আমরা যেটাকে লজ্জা বলছি তা আসলে বিদ্যুতের একটি খেলা। চলতে ফিরতে হরহামেশাই এই গাছ দেখতে পাওয়া যায়।
লজ্জাবতীর ছোট ছোট পত্রগুলো আলো পেলে খুলে যায়, অন্ধকারে বন্ধ হয়। কিন্তু হঠাৎ ছুঁলে পাতা নুয়ে পড়ে এবং ছোট পত্রগুলোও বন্ধ হয়ে যায়। এর কারন হচ্ছে লজ্জাবতী পাতার গোড়া একটু ফোলা থাকে, এর ভিতর বড় বড় অনেক কোষ আছে। ওইসব কোষ যখন পানি ভর্তি হয়ে ফুলে ওঠে তখন লজ্জাবতী পাতার ডাঁটাটি সোজা হয়। কিন্তু হঠাৎ পাতা ছুঁলে ওই ফোলা কোষ গুলো থেকে পানি বাইরে বেরিয়ে পিছন দিককার কোষে চলে যায়, ফলে কোষ গুলো চুপসে পড়ে। চুপসানো কোষে পানির চাপ কম থাকে। তাই লজ্জাবতী ডাঁটাটিও আর সোজা থাকতে পারে না, নিচের দিকে নুয়ে পড়ে। যে পাতাটিকে ছোঁয়া হয় এ প্রক্রিয়াটি শুধু যে তার মধ্যেই ঘটে তা নয়। আস্তে আস্তে তা উপর-নিচে সব পাতায়ই ছড়িয়ে যায় এবং এভাবে সব পাতা নুয়ে পড়ে। পরবর্তীতে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, লজ্জাবতীর পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা তড়িৎ প্রবাহ গাছের সারা শরীরে ছড়িয়ে পড়ে। ‘অ্যাসিটাইল কোলিন’ জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে এই তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ খুব দ্রুত এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে।
এদের শরীরে এ্যাসিটাইলিন নামে এক প্রকারের রাসায়নিক পদার্থ আছে। এই এ্যাসিটাইলিন কোলিন পদার্থের মাধ্যমেই এই বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে ওদের সারা অঙ্গে। তখন এই রাসায়নিক পদার্থই দ্রুত এক কোষ থেকে আরেক কোষে ছুটতে থাকে। এর ফলে লজ্জাবতী গাছের কোষ থেকে খনিজ লবণ বেরিয়ে আসে। খনিজ লবণ বের হয়ে আসার সঙ্গে কোষে যে পানি জমা ছিল তাও বেরিয়ে আসে। পানি বের হয়ে যাওয়ার ফলে কোষগুলো চুপসে যায় । ফলে তাদের শক্তি ও চাপ কমে যায়। তখন গাছের পাতা গুলোও শক্তি হারিয়ে ফেলে এবং দুর্বল হয়ে নুয়ে পড়ে। এই অবস্থা কিছুক্ষন থাকে। আবার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে কোষে পানি জমতে থাকে, গাছটি ও তখন পুনরায় সোজা হয়ে উঠে।
লজ্জাবতীর বংশ পরিচয়:
উদ্ভিদের নাম:- লজ্জাবতী Lazzaboti
স্হানীয় নাম: লজ্জাবতী, সমঙ্গা, লজ্জালু, অঞ্জলিকারিকা
ভেষজ নামঃ- Mimosa pudica Linn
ফ্যামিলিঃ- Leguminosae
ব্যবহার্য অংশঃ-পাতা, ফুল ও সমগ্র লতা পাতা।
রোপনের সময়ঃ-বছরের সবসময় রোপণ করা যায় ।
উত্তোলনের সময়:- বছরের যে কোনো সময় সংগ্রহ করা যায়। বারো মাসই ফুল ও ফল হয়। তবে সাধারনতঃ জুলাই থেকে ডিসেম্বর মধ্যে ফুল ও ফল বেশী হয়।প্রত্যেক শুটিতে ৩/৪ টি বীজ থাকে। ফলের মধ্যে ধূসর বর্ণের ছোট ছোট কাঁটা আছে।
আবাদী/অনাবাদী/বনজঃ- সাধারনতঃ বনজ আবস্থায় জন্মে। তবে অনেকে চাষ করে থাকে।
প্রাপ্তিস্থানঃ-উপমহাদেশের সর্বত্র পাওয়া যায়, বাংলাদেশে ও আসমে এর প্রাচুর্য বেশী।
nitro pro Key
উত্তরমুছুন
উত্তরমুছুনableton-live-crack can be an efficient digital audio firm with new tunes strings to produce excellent soundtracks and stay performances. Additionally, It has features and many tools such as modifying, arranging, recording, blending, in addition to writing monitors.
new crack
উত্তরমুছুনshadow-defender-crack
is a straightforward and useful tool and is the best security solution against any malware that could threaten your safety on the Internet. What is its best feature than other safety tools, which are shadow mode
freeprokeys
উত্তরমুছুনccleaner pro crack
mcafee livesafe crack
avg pc tuneup crack
spyhunter crack
cleanmypc crack
Latest PC software Free Download
উত্তরমুছুনExcellent post.I was looking for this certain information for a very long time.
উত্তরমুছুনI was checking constantly this blog and I am impressed!
ZBrush Crack provides an arsenal of tools to help with this task, ensuring that no matter what you have in mind, there is a way to get the perfect foundation and then move on to the next level. The best known of these systems is explained here.
Wow, this is a great blog design! How long are they allowed to stay in their current state?
উত্তরমুছুনHave you ever created your own blog? You made the blog simple.
Everything about your site is great, not to mention the content.I use this software and no errors or errors were discovered, so I think this is the best choice.
Multilingual skills and collaboration have been very helpful to me.Excellent article. I really like it and I'm very impressed with your work in this article. Keep it up and keep sharing this kind of useful and useful information with us. Thank you for sharing with us.
avast pro antivirus crack
activepresenter crack
avs audio converter crack
anymp4 dvd ripper crack
LastPass Password Manager Crack The clients get 100% unique Microsoft permit that can be actuated straightforwardly on the authority Microsoft site. Besides, it offers a lifetime permit which demonstrates that it doesn't offer a membership administration and doesn't expect one to recharge it time for an expense.
উত্তরমুছুনI am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
উত্তরমুছুনI also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
“you are doing a great job, and give us up to dated information”.
nero-burning-rom-crack/
audials-one-crack/
iobit-driver-booster-pro-crack/
techsmith-snagit-crack/
movavi-video-editor-plus-crack/