শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

পুরুষ ও স্ত্রী লিঙ্গ বিশিষ্ট গাছ - সূরা তোহা-৫৩


মানুষ আগে জানত যে,গাছের মধ্যেও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের মতে প্রত্যেক গাছের মধ্যে পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। এমনকি সমলিঙ্গ বিশিষ্ট গাছেরও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে।

আল্লাহ বলেনঃ
‘তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি।’সূরা তোহা-৫৩

Related Posts:

  • অপবাদ (বিষয় ভিত্তক আল কুরআন)অপবাদ 2|42|তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। অপবাদ রটনাকারীর শাস্তি 24|23|যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং ত… Read More
  • অশ্লীলতা (বিষয় ভিত্তক আল কুরআন) অশ্লীলতা 2|268| বাকারা শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়,… Read More
  • মানব শরীরে এক বিশ্ময়কর অঙ্গ টেইলবোন (Tailbone) বা পুচ্ছাস্থি 50|4|মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।মানুষ নিজেই স্রষ্টার অসাধারন একটা সৃষ্টি,কিন্তু মানুষের 'কক্কিক্স' হাড়টি তারো মধ্যে আরেকটু বেশিই চমকপ্রদ,যা কুরআন ও হাদীস দ্ব… Read More
  • সবর (বিষয় ভিত্তক আল কুরআন)1)  সবর আল্লাহর পক্ষ থেকে রহমত 41|34|সমান নয় ভাল ও মন্দ। জওয়াবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শুত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু।41|35|এ চরিত্র তারাই লাভ করে, যারা সবর করে এবং … Read More
  • আমল ধ্বংস (বিষয় ভিত্তক আল কুরআন)আমল ধ্বংস আমল বিনষ্ট হওয়ার অর্থ 7|147|বস্তুতঃ যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূকে এবং আখেরাতের সাক্ষাতকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল করত। আমল বিনষ্ট হওয়ার কারন 3|116|নিশ্চয় যারা কাফের হ… Read More

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন