শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

পুরুষ ও স্ত্রী লিঙ্গ বিশিষ্ট গাছ - সূরা তোহা-৫৩


মানুষ আগে জানত যে,গাছের মধ্যেও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের মতে প্রত্যেক গাছের মধ্যে পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। এমনকি সমলিঙ্গ বিশিষ্ট গাছেরও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে।

আল্লাহ বলেনঃ
‘তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি।’সূরা তোহা-৫৩

Related Posts:

  • সৌর বিদ্যুৎ সমাচার স্কুল থেকে ফিরেই মালিহার উৎসুক কন্ঠে মাকে প্রশ্ন মা, সূর্য আমার কেমন মামা। মা বুঝতে না পেরে স্বাভাবিক প্রশ্ন কোন সূর্য? আরে সূর্য মামাকে চিনলেনা ঐ যে আকাশের সূর্য। মা এবার হেসে সূর্য কে মামা বলার নানা কারণ ব্যাখ্যা করতে থাক… Read More
  • আল কুরআনে দোয়া সমুহ (বিষয় ভিত্তিক আল কুরআন)14|41|হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে। 1)  সরল পথের জন্য সাহায্য কামনা সূরা-ফাতিহা  1 | 5-7 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَع… Read More
  • পবিত্র কোরআনের ১০০ উপদেশ (বিষয় ভিত্তিক আল কুরআন) 3|134|যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। ০১. কথাবার্তায় কর্কশ হবেন না 3|159|আল্লাহর রহমতেই আপনি তাদের জন… Read More
  • পিতা-মাতা (বিষয় ভিত্তিক আল কুরআন) 71|28| হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। 1) পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব… Read More
  • সালাম (অভিবাদন) বিষয় ভিত্তক আল কুরআন4|86| আর যখন তোমাদেরকে অভিবাদন (সালাম) জানানো হয়, তখন (তার জবাবে) তোমরা তার চেয়ে উত্তমরূপে অভিবাদন জানাও অথবা অনুরূপ জবাব দাও; নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে হিসাব গ্রহণকারী।  1)সালাম দেয়ার ঊত্তম পন্থা ও সময় 4|85| কেউ কো… Read More

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন