অশ্লীলতা |
|
2|268| বাকারা |
শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ। |
2|169| |
সে তো (শয়তান) এ নির্দেশই তোমাদিগকে দেবে যে, তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাক এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ কর যা তোমরা জান না। |
16|90| |
আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ। |
24|21| |
হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন। |
3|135| |
তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না। |
4|19| |
হে ঈমাণদারগণ! বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহন করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও; কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে! নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন। |
4|22| |
যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। কিন্তু যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। |
|
Punishment |
4|25| |
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান কর এমতাবস্থায় যে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে-ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোন অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা তাদের জন্যে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে। আর যদি সবর কর, তবে তা তোমাদের জন্যে উত্তম। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। |
7|33| |
আপনি বলে দিনঃ আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়-অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোন, সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না। |
7|80| |
এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? |
29|28| |
আর প্রেরণ করেছি লূতকে। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। |
27|54| |
স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! |
17|32| |
আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। |
29|45| |
আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর। |
|
নবী পত্নীগণ |
33|30| |
হে নবী পত্নীগণ! তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। এটা আল্লাহর জন্য সহজ। |
42|37| |
যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধাম্বিত হয়েও ক্ষমা করে, |
4|19|
|
হে ঈমাণদারগণ! বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহন করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও; কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে! নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন। |
6|151| আন আ’ম |
বলো- আসো তোমাদের প্রতিপালক
তোমাদের উপর যা হারাম করেছেন তা তোমাদেরকে পাঠ করে শুনাই,
তা এই যে-তোমরা তার সাথে কোনো কিছুকে
শরীক করো না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করো; আর দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদের হত্যা করো না;
আমরাই তোমাদের ও তাদের রিযিক দিয়ে
থাকি;
আর প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতার
কাছেও যেয়ো না; আর যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করো না;
তিনি তোমাদের এ নির্দেশ দিলেন যেনো
তোমরা common
sense {আল্লাহ প্রদত্ত সাধারণ
(অপ্রমাণিত) জ্ঞান/বোধশক্তি}-কে (উত্কর্ষিত করে) ব্যবহার করতে পারো। |
7-33 আল আ’রাফ |
বলো- নিশ্চয় আমার প্রতিপালক
হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপকাজ, অন্যায় বাড়াবাড়ি, আল্লাহর সাথে শরীক করা যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি
এবং আল্লাহ সম্পর্কে তোমাদের এমন কিছু বলা যা (নির্ভুল কিনা তা) তোমরা জানোনা। |
12-24 ইউসুফ |
আর সে স¿ীলোকটি তার প্রতি আসক্ত হয়েছিলো;
আর সেও তার প্রতি আসক্ত হয়ে পড়তো
যদি না সে তার রবের নিদর্শন দেখতো; এভাবে আমরা তাকে মন্দকাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য
(নিদর্শন দেখিয়েছিলাম); নিশ্চয় সে ছিলো আমার একজন একনিষ্ঠ বান্দা। |
16-90
|
নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন
এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসত্কাজ ও সীমালঙ্ঘন;
তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষাগ্রহণ করো। |
24-19 আন নূর |
নিশ্চয় যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া
ও অখিরাতে বেদনাদায়ক শাস্তি; আর আল্লাহ জানেন এবং তোমরা জানোনা। |
24-21 আন নূর |
হে যারা ঈমান এনেছো!
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তান তাকে অশ্লীলতা ও মন্দ
কাজের নির্দেশ দেয়; আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পরিশুদ্ধ হতে পারতে না;
তবে আল্লাহ (অতাত্ক্ষণিকভাব) যাকে
ইচ্ছা পরিশুদ্ধ করেন {তবে আল্লাহর তৈরি করা বিধান অনুযায়ী মানুষ পরিশুদ্ধ হয়};
আর আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। |
65-1 আত তালাক |
হে নবী! (মু’মিনদেরকে বলে দিন) তোমরা যখন তোমাদের স¿ীদেরকে তালাক দেবে তখন তাদেরকে তালাক দাও তাদের ইদ্দতের জন্য
(ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে) এবং তোমরা ইদ্দতের হিসাব রেখো;
আর তোমাদের প্রতিপালক আল্লাহ সম্পর্কে
সচেতন হও; স্পষ্ট
অশ্লীলতায় লিপ্ত না হলে তোমরা তাদেরেকে (ইদ্দত পালনের সময়) তাদের বাড়ি থেকে বের করে
দিও না এবং তারাও যেনো বের না হয়; আর এগুলো আল্লাহর নির্ধারিত বিধান;
যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে
সে নিজের উপরই জুলুম করে; তুমি জানো না হয়তো (অতাত্ক্ষণিকভাবে) আল্লাহ এরপর (মিল-মিশের) কোনো উপায় বের
করে দেবেন {তুমি
জানো না হয়ত আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী এরপর মিল-মিশের কোনো উপায় বের হয়ে
যাবে}। |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন