শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

মৃত তারাদেরআত্মাবেরিয়ে যেতে দেখল অ্যাস্ট্রোস্যাট!


মৃত তারাদেরআত্মাবেরিয়ে যেতে দেখল ভারতের উপগ্রহঅ্যাস্ট্রোস্যাট! এই প্রথম
একটা-দুটো নয়, প্রায় ৭৫ থেকে ৮০টা মৃত্যুর মুখে এসে দাঁড়ানো তারার (ডায়িং স্টার) শরীরের ভেতর থেকে তাদেরপ্রাণবায়ুবেরিয়ে যাওয়ার সাক্ষী থাকতে পেরেছে অ্যাস্ট্রোস্যাট! তাদের ছবিও তুলেছে। পাঠিয়েছে তাদের বর্ণালীর ছবি। এই ব্রহ্মাণ্ডের একেবারে কিনার (এজ) থেকে

আমাদের বাঁচা, মরা আছে। তারাদেরও আছে
আমাদের কেউ কেউআত্মা-টাত্মা বিশ্বাস করেন! কেউ কেউ বিশ্বাস করেন, মৃত্যুর পর আমাদের শরীরের ভেতর থেকে বেরিয়ে যায়প্রাণবায়ু সেইপ্রাণবায়ুবাআত্মা-টাত্মাকে চাক্ষুষ করার অনেক সাধ্য-সাধনা হয়েছে। মৃতপ্রায় মানুষকে একেবারে তাঁর অন্তিম মুহূর্তে কাচের বাক্সে বন্দি করে রেখে দেখানোর চেষ্টা হয়েছে, মানুষটির মৃত্যুর পর ওই কাচের বাক্সে চিড় ধরেছে! যা দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে, আমাদের মৃত্যু হলেপ্রাণবায়ুবা যা কারও কারও বিশ্বাস বা অতি-বিশ্বাসেআত্মা’, তা কাচের বাক্সে চিড় ধরিয়ে বেরিয়ে যায়! কিন্তু তা হাতে-কলমে প্রমাণ করা যায়নি এখনও


মৃত তারার সেইপ্রাণবায়ুবাআত্মা’!
কী ভাবে মৃত তারাদের থেকে বেরোয় গামা রশ্মি।


কিন্তু ৭৫ থেকে ৮০টি তারারআত্মাবেরিয়ে যাওয়ার যে ছবি তুলে পাঠিয়েছে অ্যাস্ট্রোস্যাট, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দ্বিগুণ উচ্চতায় থেকে পৃথিবীকে পাক মারতে মারতে, তাতেআত্মারাম খাঁচাহয়ে যাওয়ার জোগাড়! মহাকাশে ভারতেরসচিন তেন্ডুলকর’- অ্যাস্ট্রোস্যাট এত দিন যে সবইনিংসখেলেছে, তাতে তারাদেরপ্রাণবায়ুবেরিয়ে যাওয়ার ছবি তোলাটাই তারসেরা পারফরম্যান্সবলে মনে করছেন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা
যখন গামা রশ্মিসার্চ লাইট খবর দিচ্ছে নতুন পালসারের

ব্ল্যাক হোলের রাক্ষুসে খিদে মেটাচ্ছে কোনও হতভাগ্য তারা!


ব্ল্যাক হোলেরশিকারহওয়া তারারপ্রাণবায়ু’ (সাদা স্রোত)


তারার শরীর ছিঁড়ে খাচ্ছে ব্ল্যাক হোল! (হলুদ আলো তারার দেহাবশেষ)
ভারতের গর্বের উপগ্রহ অ্যাস্ট্রোস্যাটের সায়েন্টিফিক অপারেশনের প্রধান, পুণেরদ্য ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে (আয়ুকা) অধ্যাপক দীপঙ্কর ভট্টাচার্য বলছেন, ‘‘আপাতত এটাই অ্যাস্ট্রোস্যাটের সেরা পারফরম্যান্স। এই ব্রহ্মাণ্ডের একেবারে কিনার থেকে প্রায় ৮০টি তারা বা নক্ষত্রেরঅন্তিম শয্যা ছবি তুলে আনতে পেরেছে অ্যাস্ট্রোস্যাট। তুলে আনতে পেরেছে অত্যাশ্চর্য বিস্ফোরণের ছবি। যাকে বলেগামা রশ্মি বিস্ফোরণ’ (গামা রেবার্স্ট বা জিআরবি) আদিগন্ত মহাকাশের অতলান্ত আঁধারে ওই গামা রশ্মিই আমাদের পথ দেখায় নতুন নতুন মহাজাগতিক বস্তুর হদিশ পেতে। যাকেসার্চ লাইট বলা যায়। উত্তোলনের সময় যেমনসার্চ লাইটনিয়ে কয়লা খনিতে নামতে হয় শ্রমিকদের, ঠিক তেমনটাই। ওই গামা রশ্মিই তেমন আমাদের বলে দেয়, কোথায় কোথায় রয়েছে তারা। কোথায় কোথায় আর টা রয়েছে ব্ল্যাক হোল। সঠিক ভাবে বললে, কোথায় কোথায় ছিল। কারণ, সেই রশ্মি যখন বেরিয়েছিল, তার অনেক অনেক পর তা ধরা পড়েছে অ্যাস্ট্রোস্যাটেরচোখে রশ্মিকেও তো অনেকটা পথ ছুটতে হয় মহাকাশে। তাতেও তো সময় যায়।’’


তারাদের জীবনচক্র

গামা রশ্মি কতটা শক্তিশালী


গামা রশ্মির খ। দেখুন ভিডিও
তারাদের মৃত্যুটাও বেশ অদ্ভুত রকমের। যখন তার গনগনে আঁচে জ্বলার মতো জ্বালানি উত্তরোত্তর ফুরিয়ে আসে, তখন তার ভীষণ রকমের কঠিনহৃদয়টাই (কোর) ধীরে ধীরে হয়ে যায় ব্ল্যাক হোল (অনেক সময়ে তা নিউট্রন নক্ষত্রও হতে পারে। তবে তা অন্য প্রসঙ্গ) যার রাক্ষুসে খিদে। যাকে পারে তাকে খায়। যে তার আশপাশে, ধারে-কাছে আসে, তাকেই এক ঝটকায় তারমুখে পুরেফেলে ব্ল্যাক হোল। তার পর তাকে গিলেও ফেলে ব্ল্যাক হোল। তার রাক্ষুসে খিদের হাত থেকে নিস্তার নেই কারও। আলোও তার খিদে এড়াতে পারে না। চলে যায় ব্ল্যাক হোলেরপেটে’! আলো ব্ল্যাক হোলের থেকে বেরিয়ে আসতে পারে না বলেই ব্ল্যাক হোল একেবারেকৃষ্ণকলিকালো! (যদিও পরে স্টিফেন হকিং বলেছিলেন, ‘ব্ল্যাক হোলস আর নট সো ব্ল্যাক) তবে সেই ব্ল্যাক হোলও কিছু কিছু জিনিস উগড়ে দেয়। সেওবিকিরণ করে চেটেপুটে খাওয়ার পর আমরা যেমন ভাতের থালার ধারে এঁটোকাঁটা ফেলে রাখি, তেমনই মৃত্যুপথযাত্রী তারাটির শরীরের বাইরের় দিকে যতটা শাঁস-আঁশ ছিল, তা পেটপুরে খাওয়ার পর ওই মৃত তারার ছিন্নভিন্ন দেহের অংশবিশেষ ভাতের থালার ধারে এঁটোকাঁটা ফেলার মতো ব্ল্যাক হোলও তা ছিটিয়ে দেয় তার অ্যাক্রিশান ডিস্কে। ব্ল্যাক হোল ঘুরছে। আর মৃতপ্রায় তারাটাও ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে তারই বানানো ব্ল্যাক হোলের রাক্ষুসে পেটে। যেন ইচ্ছামৃত্যু! আর সেই সময়ই ব্ল্যাক হোলের অ্যাক্রিশান ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দেহাবশেষগুলো গামা রশ্মির বিকিরণ হয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে

ব্ল্যাক হোল যেখানেএঁটোকাঁটাছড়িয়ে রাখে, সেইঅ্যাক্রিশান ডিস্ক

অ্যাস্ট্রোস্যাটেরচোখেধরা পড়া তারাদের সেইপ্রাণবায়ু ছবি। সৌজন্যে: ইসরো


আর সেই ভাবেই মহাকাশে, মহাবিশ্বে ওই গামা রশ্মি হয়ে ওঠেরানার বার্তাবাহক।রানার ছুটেছে, তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে’! রানারের লাঠিতে বাঁধা ঘণ্টার আওয়াজ যেমন গভীর রাতেও বুঝিয়ে দিত, রানার ছুটে যাচ্ছে প্রান্ত থেকে প্রান্তে আর নিয়ে যাচ্ছে চিঠি। যার মাধ্যমে প্রান্তের পাঠানো বার্তা পৌঁছে যাচ্ছে প্রান্তে। ঠিক তেমনই গামা রশ্মিই হয়ে ওঠে এই ব্রহ্মাণ্ডেররানার’! কোথায় কোন তারার মৃত্যু হয়েছে, আর সেই মৃত তারা থেকে জন্ম নিয়েছে আরও একটি ব্ল্যাক হোল, তার বার্তা বয়ে নিয়ে বেড়ায়, বার্তা বয়ে নিয়ে আসে আমাদের কাছে। তাই গামা রশ্মির হদিশ পাওয়াটাই কার্যতমোক্ষলাভহয়ে দাঁড়ায় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। এই গামা রশ্মিই মৃত তারাদেরআত্মাবাপ্রাণবায়ু’!
 
অ্যাস্ট্রোস্যাট’-এর সায়েন্স অপারেশনের প্রধান দীপঙ্কর ভট্টাচার্য (বাঁ দিকে) জ্যোতির্বিজ্ঞানী সুকান্ত বোস


মহাকাশেরসচিন তেন্ডুলকার’- অ্যাস্ট্রোস্যাট


দীপঙ্কর বলছেন, ‘‘অ্যাস্ট্রোস্যাট সত্যি-সত্যিই আমাদের চমকে দিয়েছে। এখন মাসে থেকে ৪টি করে নতুন নতুন গামা রশ্মি বিস্ফোরণের ঘটনা খুঁজে বের করতে পারছে অ্যাস্ট্রোস্যাট। বছর হয়তো মাসে পাঁচটি করে এমন ঘটনা আমাদের জানাতে পারবে অ্যাস্ট্রোস্যাট।’’




দীপঙ্করের সঙ্গে একমত পুণেরআয়ুকা অধ্যাপক আরও এক জ্যোতির্বিজ্ঞানী সুকান্ত বোস। প্রথম মহাকর্ষীয় তরঙ্গের আবিষ্কারে যাঁদের অবদান রয়েছে, তাঁদের অন্যতম সুকান্তের কথায়, ‘‘ বছর আরও বড় সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে অ্যাস্ট্রোস্যাট। বার হয়তো তা কোনও মহাকর্ষীয় তরঙ্গের উৎসেরদোসরতড়িৎ-চুম্বকীয় তরঙ্গটা (ইলেকট্রো-ম্যাগনেটিক কাউন্টারপার্ট) ব্রহ্মাণ্ডের কোথা থেকে আসছে, তারও হাল-হদিশ জানাতে পারবে আমাদের। আর সেটা হলে তো একেবারে সোনায় সোহাগা! মহাকর্ষীয় তরঙ্গের অনেক কিছুই ভাল। তা অনেক দূরের ঘটনার তথ্য জানিয়ে দিতে পারে। বড় জলাশয়ের কোথাও না কোথাও কোনও এক সময়ে যে ঢিল পড়েছিল, তার পাড়ে তার বার্তা অনেক পৌঁছয় ঠিকই জল-তরঙ্গের মাধ্যমে, কিন্তু পৌঁছয়

মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান’... ব্ল্যাক হোলের খিদে মেটাচ্ছে তারা!


ফলে তা দেখে এটুকু অন্তত বলাই যায়, জলাশয়ের কোথাও না কোথাও কোনও এক সময়ে একটা বড় ঢিল পড়েছিল। তাই তরঙ্গের জন্ম হয়েছিল আর তা বৃত্তাকারে ছোট থেকে বড়, তা থেকে বড়, আরও বড় হয়ে জলাশয়ের পাড়ে পৌঁছেছে। মহাকর্ষীয় তরঙ্গ দেখেও তার উৎসটা ঠিক কতটা দূরে, তা ঠিকঠাক বোঝায় যায় না। কিন্তু তারদোসরতড়িৎ-চু্ম্বকীয় তরঙ্গের হদিশ পাওয়া গেলে সেই মনোবা়ঞ্চাও আমাদের পূর্ণ হবে। বার অ্যাস্ট্রোস্যাট হয়তো সেই ষোলো কলাও পূর্ণ করতে পারবে।’’


তারাদেরআত্মা রকমফের: অ্যাস্ট্রোস্যাটের নজরে পড়া গামা রশ্মির বর্ণালী। সৌজন্যে: আয়ুকা



 ASTROSAT results   ASTROSAT Detects Gamma Ray Bursts   Gamma Ray Bursts


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন