সোমবার, ৬ জুলাই, ২০২০

সঠিক ওজনে পরিমাপ করা (বিষয় ভিত্তক আল কুরআন)


সঠিক ওজনে পরিমাপ করা

1)  ন্যয় এবং সঠিক ভাবে ওজনের নির্দেশ


6|152| এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর।
17|35| মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপালায় ওজন করবে। এটা উত্তম; এর পরিণাম শুভ।
26|181| মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
26|182| সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
26|183| মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
26|184| ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।

2)  সঠিক ওজনের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়


55|7| তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
55|8| যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
55|9| তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

3)  ওজনে কম দিলে শান্তি


83|1| যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
83|2| যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
83|3| এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
83|4| তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
83|5| সেই মহাদিবসে,
83|6| যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

4)  শেষ বিচারের দিন প্রত্যেকে সঠিক প্রতিদান প্রদান করা হবে

 

7|8| আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।

5)  শেষ বিচারের দিনে ভিন্ন ভিন্ন মানদন্ডে বিচার হবে

 

101|6| অতএব যার পাল্লাসমুহ ভারী হবে,
101|7| সে সুখীজীবন যাপন করবে।
101|8| আর যার পাল্লাসমুহ হালকা হবে,
101|9| তার ঠিকানা হবে হাবিয়া।
101|10| আপনি জানেন তা কি?
101|11| প্রজ্জ্বলিত অগ্নি!

6)  সঠিক পরিমাপ ও ন্যয় বিচার এক জাতির মৌলিক গুনাবলী

 

11|84| আর মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়ায়েব (আঃ) কে প্রেরণ করেছি। তিনি বললেন-হে আমার কওম! আল্লাহর বন্দেগী কর, তিনি ছাড়া আমাদের কোন মাবুদ নাই। আর পরিমাপে ও ওজনে কম দিও না, আজ আমি তোমাদেরকে ভাল অবস্থায়ই দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আযাবের আশঙ্কা করছি যেদিনটি পরিবেষ্টনকারী।

 

7|85|আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।
11|85| আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ কর ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন