তামার গাছ জিপসোফিয়া
গাছটার নাম জিপসোফিয়া, দেখতে অনেকটা সাদা গোলাপের মত, তবে গায়ে কোন কাটা নেই। অনেকটা জঙ্গলের মত। এই জঙ্গলের ফুল গুল শুধু দেখতেই সুন্দর নয়, এই গাছের একটা অদ্ভুত গুণও অাছে। এই গাছ যেখানে হয় তার নিচে তামার খনি পাওয়া যায়। এক গ্রাম মাটিতে যদি পাঁহাজার মাইক্রোগ্রাম তামা থাকে তবেই সেই মাটিতে এই সুন্দর ফুলের গাছ হয়। রাশিয়া, অস্ট্রেলিয়ায় এই গাছ দেখে তামার খনির সম্ভাবনা ধরে নেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন